ছবিও আঁকেন হ্যাপি !

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৮ মে ২০১৮

নাজনীন আক্তার হ্যাপি
অভিনয় ছেড়ে জীবনযাপন বদলে ফেলা নাজনীন আক্তার হ্যাপি ছবি এঁকেছেন। সেই ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আপলোডও করেছেন।
১১ মে, শুক্রবার নিজের আঁকা দুটি ছবি ফেসবুকে আপলোড করেন সাবেক এই চিত্রনায়িকা।

ছবির ক্যাপশনে হ্যাপি লিখেন, ‘পারি না, তাতে কী! শখের দাম তো অনেক বেশি।’
ওই ছবিটির নিচে কমেন্ট করেছেন হ্যাপির অন্য বন্ধুরা। আবার কেউ কেউ কমেন্টে হ্যাপির ছবি আঁকা নিয়ে মজাও করেছেন।

ফেসবুকে দেখা যায়, ছবির নিচে হ্যাপি তার নাম লিখে দিয়েছেন আমাতুল্লাহ। অবশ্য ধর্মকর্মে মন দেওয়ার পর থেকেই আমাতুল্লাহ নামটি পরিচিত পেয়ে গেছে।
একটা সময় রূপালি পর্দার আলোর ঝলকানিতে কাটত হ্যাপির সময়। লাইট, ক্যামেরা, ট্রলি, ক্রেনে ঘেরা থাকত চারপাশ। আর সেই তিনি এখন নিজের চেহারা দেখাতে চান না কাউকে।

খোঁজ নিয়ে জানা যায়, হ্যাপি কওমি মাদ্রাসায় পড়ছেন। তিনি নিজ ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস দেন। নারীদের পর্দা নিয়ে সচেতন হতে নিয়মিত স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)