বেতাগীতে ব্রীজ ভেঙ্গে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
বেতাগী প্রতিনিধিঃ
বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আকন বাড়ি আয়রন ব্রীজটি ভেঙ্গে পরায় ১০ গ্রামের মানুষের দুর্ভোগ শুরু হয়েছে।
বুধবার (১৬ মে) সকাল ১১ টার দিকে ভেঙ্গে পরায় ওই এলাকার ১০ গ্রামের সাথে শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীসহ হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানাগেছে, বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুরা গ্রামের আকন বাড়ি আয়রন ব্রীজটি বেড়েরধন খালের ওপর ২০০৭ সালে স্থানীয় প্রকৌশল বিভাগ নির্মাণ করে। এতে ব্যয় হয় ৯১ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা মো. অলি জানান, সকালে কোন বড় ধরণের দুর্ঘটনা ছাড়াই ভেঙ্গে পরে ব্রীজটি। এ ব্রীজ দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে বেতাগী সদর ইউনিয়ন পরিষদ, বেতাগী পৌরসভা, পাশ্ববর্তী উপজেলার মির্জাগঞ্জের শ্রীনগর, চৈতা এবং মহিষকাটা এলাকায় যাতায়াত করে। ব্রীজটি ভেঙ্গে পরায় সকলে দুর্ভোগে পরেছে। তিনি এলাকাবাসীর পক্ষে ব্রীজটি পুননিমার্ণের জোড়ালো দাবী করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব আহসান জানান, এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বেতাগী উপজেলা স্থানীয় বিভাগের প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, দ্রুত ব্রিজটি নির্মানে প্রকল্পে অর্ন্তভূক্ত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ মে