বয়সে ছোট ছেলেদের সঙ্গে প্রেম করাটা নিশ্চয়ই খুব দারুণ ব্যাপার: মোনালিসা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:১৭ এএম, ১৬ মে ২০১৮

মোনালিসা
আসছেন ঝুমা বউদি, তাঁর ঠাকুরপোদের দলবল নিয়ে। তার আগে প্রশ্নের মুখোমুখি অভিনেত্রী মোনালিসা।

উমা বউদি যে দরজাটা ফাঁক করেছিল, ঝুমা বউদি আসছে সেটা আরও একটু হাট করতে। সিজন ওয়ানে ওইটুকু ফাঁক পেয়েই প্রায় ঝাঁপিয়ে পড়েছিল ঠাকুরপোরা! ‘দুপুর ঠাকুরপো সিজন টু’-তে বউদির প্রশ্রয়ের মাত্রাটা কতটা বাড়ল, নতুন কোনও ঠাকুরপো ঘায়েল হল কি না, এ সবই জানা যাবে এই মাসের ২৬শে। ওইদিন থেকেই স্ট্রিমিং শুরু হবে হইচই-এর এই নতুন ওয়েবসিরিজের।

সিজন টু-এর প্রধান আকর্ষণ, ‘ঝুমা বউদি’ অর্থাত্‍ অভিনেত্রী মোনালিসার কাছে দু’টি বিশেষ প্রশ্ন ছিল। অত্যন্ত সাবলীল ভঙ্গিমায় উত্তর দিয়েছেন এবং কোনও রকম বিতর্ক উসকে না দিয়েও দৃঢ়ভাবে নিজের মতামত জানিয়েছেন-

ছবি সৌজন্য: হইচই

প্রশ্ন: ঝুমা বউদি নয়, ব্যক্তি মোনালিসা ‘পরকীয়া’-র পক্ষে না কি বিপক্ষে?

মোনালিসা: পরকীয়া বিষয়টা আসলে একটা ‘ধারণা’! এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। বেশিরভাগই অবশ্য পরকীয়াকে সমর্থন করেন না কিন্তু তার পরেও এই ধরনের সম্পর্ক হঠাত্‍ করে তৈরি হতে পারে। সবটাই নির্ভর করছে একটা বিবাহিত সম্পর্ক কতটা সুখের, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো কতটা সুখী তার উপরে। আমার কথা যদি বলি, আমি ঠিক এই বিষয়টা নিয়ে কোনওদিনই কিছু ভাবিনি কারণ আমার কাছে আমার স্বামী সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দু’জন দু’জনের উপর খুব নির্ভর করি। ওকে ছাড়া অন্য কোনও মানুষের কথা ভাবতেই পারি না। তবে আবারও বলব, এক একজন মানুষের ভাবনা এক এক রকম। এই নিয়ে কারও দিকে আঙুল তোলার কোনও অধিকার আমার নেই। আমার ব্যক্তিগত মত যদি বলি, আমার মনে হয় পরকীয়া সম্পর্ককে প্রশ্রয় দেওয়াটা ঠিক নয়। সঙ্গীর সম্পর্কে অনুভূতিটা যেমনই হোক না কেন, সেটা না লুকিয়ে, খোলাখুলি কথা বলাই ভাল।

প্রশ্ন: বয়সে ছোট ছেলেদের প্রেমে পড়া কি ঠিক? আপনার কি মনে হয় যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে শুধু যৌনতাই প্রাধান্য পায় এবং সেখানে কোনও রকম আত্মিক বা মানসিক আদানপ্রদান থাকে না?

মোনালিসা: বয়সে ছোট ছেলেদের প্রেমে অবশ্যই পড়া যায়। তেমন কাউকে ভাল লাগতেই পারে, বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। সব কিছু বাদ দিয়ে, ভাললাগার অনুভূতিটাই সেখানে প্রধান। ঠাকুরপো-বউদির সম্পর্ক নিয়ে বহু বাঙালির মধ্যেই বেশ একটা অন্য রকম উন্মাদনা কাজ করে আর সেটাই আমরা ‘দুপুর ঠাকুরপো’ সিরিজে তুলে ধরছি। যৌনতা বিষয়টা পরিস্থিতিভিত্তিক। শুধুমাত্র শরীর দিয়ে কোনও সম্পর্ক টিঁকতে পারে না। আত্মিক ও মানসিক যোগাযোগটা থাকতেই হয়। আমি সম্পর্কের সেই যোগাযোগে বিশ্বাস করি। শুধুমাত্র বয়সে বড় বা বয়সে ছোট পুরুষের কথা বলছি না, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বয়সে ছোট ছেলেদের সঙ্গে প্রেম করাটা নিশ্চয়ই খুব দারুণ ব্যাপার আমার মনে হয়। ব্যক্তিগত জীবনে আমার তেমন কোনও অভিজ্ঞতা নেই কিন্তু অভিনেত্রী হিসেবে রয়েছে। যেমন এই ‘দুপুর ঠাকুরপো সিজন টু’-র ঝুমা বউদি!”

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)