যমজ সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক
এবার যমজ সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। রোববার দিবাগত রাত ১২টা ৩২ মিনিটে স্কয়ার হাসপাতালে ডাক্তার নার্গিস ফাতেমার তত্ববধানে স্ত্রী হনুফা আক্তার রিক্তা যজম পুত্র সন্তানের জন্ম দেন।
এর আগে ২০১৬ সালে তিনি প্রথম কন্যা সন্তানের বাবা হন। তবে যমজ সন্তানদের নাম এখনো রাখা হয়নি।
রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, এতে মন্ত্রী খুবই আনন্দিত।
মন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তা দম্পতির বড় মেয়ে জান্নাতুল মাউয়া রিমুর জন্ম হয়েছিল ২০১৬ সালের ২৮ মে। আর আগামী ৩১ মে রেলমন্ত্রীর নিজের বয়স ৭১ বছর পূর্ণ হতে যাচ্ছে।
২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মুজিবুল হক।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ মে
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)