চাকরির প্রস্তাব দিলেন নেতা সহবাসের বিনিময়ে
চাকরির বিনিময়ে একবার শুধু আদর আর কিছু নয়। এমন এক ঘটনা ঘটালেন জম্মু-কাশ্মীরের এক কংগ্রেস নেতা । নেতার ফোনালাপের রেকর্ডিং ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে ৷ এতে স্পষ্ট শোনা গেছে তিনি একটি মেয়েকে সহবাসের বদলে চাকরি দেওয়ার কথা বলেছেন ৷ এই ফোনালাপ ছড়িয়ে পপরার পর প্রবল চাপে আছে কংগ্রেস।
তিনি সেই ফোনালাপে যুবতীর নাম ধরেই ডাকেন এবং তাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করান ৷ এর জবাবে নেতা যুবতীকে বলেছেন, ‘তুমি আমার কাছে চলে এসো, যা সম্ভব হবে আমি সবই করব ৷ গোটা ফোনালাপেই নেতা ঘুরিয়ে ফিরিয়ে যৌনতাকেই ইঙ্গিত করেছেন৷ এমন কি তিনি ওই যুবতীকে মাথার দিব্যি দিয়ে তাকে বলতে বলে যে সে ওই নেতাকে ভালবাসে ৷ এই বিষয়ে যুবতী জানায় , সে প্রথম দিন থেকেই নেতার এই ধরণের কথা শুনে আসছে ৷
সংবাদ সূত্রে খবর ত থেকে জানা গেছে , এই ফোনআলাপে যে ব্যক্তির গলা শোনা গেছে তিনি জম্মু কাশ্মীরের একজন বিশিষ্ট কংগ্রেস নেতা ৷ তবে কংগ্রেস বলছে এই বিষয়ে তদন্ত করা হবে পাটির তরফ থেকে ৷ কগ্রেসের জানিয়েছে, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রমাণ তারা পায়নি। এমনকি এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করা হয়নি৷ তবুও এই ঘটনা সত্যি হলে ঐ নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে৷