আমাকে হত্যার চক্রান্ত চলছেঃ মমতা ব্যানার্জি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৩৫ এএম, ১২ মে ২০১৮

মমতা ব্যানার্জি
হত্যার চক্রান্ত করা হয়েছে’ বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এজন্য দক্ষিণ কলকাতার মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের এলাকায় রেইকিও করে গেছে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ‘জি-২৪ ঘন্টা’ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্যে তোলপাড় সারারাজ্য।

এদিন মমতা জানান ‘আমাকে খুন করার জন্য কয়েকটি রাজনৈতিক দলের তরফে অগ্রিম রুপি দেয়া হয়েছে। খুনিদের ভাষায় যেটা সুপারি বলে। আমি যেহেতু প্রশাসনে রয়েছি, তাই আমরা খবরটা পেয়েছি। এটা নিয়ে খোঁজ খবরও চলছে। ইতোমধ্যেই তারা (সুপারি কিলাররা) আমার বাড়িতে রেইকিও করে গেছে যে, কিভাবে কি করা যায়। পুলিশের তরফেও আমাকে বাড়ি পরিবর্তন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কিন্তু আমি কখনও জীবনে ভয় পাই না। ভয় পাওয়াটা আমার কাজ নয়’।
মমতার অভিমত ‘যারা আমার সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না, তারা কাপুরুষ আর, তারাই এই ধরনের কাজ করতে চাইছে এবং খুনটা করিয়ে দিয়ে মায়াকান্না কেঁদে তখন সবচেয়ে দুঃখিত বলে মানুষকে দেখাবে’।

তাকে মেরে তৃণমূলকে শেষ করা যাবে না বলেও এদিন পরিষ্কার করে জানিয়ে দেন মমতা। তিনি জানান, ‘আমার অবর্তমানে আমার দলকে কে চালাবে বা সরকার কে চালাবে সেটাও আমার লেখা আছে। আমি রাজনৈতিক উইল করে গেছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)