দ্বিতীয় বিয়ে করলেন হিমেশ !
বলিউডে যেন বিয়ের মৌসুম চলছে। মিলিন্দ সোমান, সোনম কাপুর, নেহা ধুপিয়ার পর এবার গাঁটছড়া বেঁধেছেন হিমেশ রেশামিয়া। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী সোনিয়া কাপুর। আজ (১১ মে) গুজরাটের ভবনগর এলাকায় নিজ বাড়িতে বিয়ে সম্পন্ন করেন হিমেশ।
‘ইন্ডিয়া ডট কম’ সূত্রে জানা যায়, একান্ত গোপনেই বিয়ে সেরেছেন হিমেশ। দু’দিন আগে হয়েছিল তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। আজ রাতেই বসবে বিবাহোত্তর সংবর্ধনা।
বিয়ের আগে বেশ কয়েক বছর একসঙ্গে থাকতেন হিমেশ এবং সোনিয়া। ২০০৬ সাল থেকে সোনিয়ার সঙ্গে প্রেম করছেন হিমেশ।
এদিকে সোনিয়ার সঙ্গে হিমেশের এটি দ্বিতীয় বিয়ে। হিমেশের প্রথম স্ত্রীর নাম কমল রেশামিয়া। প্রায় ২২ বছর একসঙ্গে থাকার পর গত বছর জুনে বিচ্ছেদ হয় তাঁদের। হিমেশের সয়াম নামে ২০ বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। আজ বিয়েতে সয়ামও উপস্থিত ছিলেন।