রাজবাড়িতে, রাঙা বউ হয়ে উঠছেন শুভশ্রী !
সোনম কাপুরের বিয়ের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আবার বিয়ে সেরে ফেললেন অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া। কেবল বলিউডে নয় টলিউডেও এখন বিয়ের মরশুম। রাত পোহালেই ঘটা করে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেজে উঠেছে বাওয়ালি রাজবাড়ি। কলকাতা থেকে স্রেফ ঘণ্টাকয়েকের দূরত্বেই রয়েছে প্রায় আড়াইশো বছর পুরনো এই হেরিটেজ রিসর্ট।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের আচার। রাজবাড়িতেই একসঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন রাজ-শুভশ্রী। বাঙালি আটপৌরে সাজে রাজকে যত্ন করে খাইয়েও দেন শুভশ্রী।
তারপরই রাজবাড়ির বিশাল বারান্দায় বসে আলতা পরার আসর। বেজে ওঠে মঙ্গলধ্বনি। তার মধ্যেই শুভশ্রীর পায়ে যত্ন করে লাগানো হয় আলতা।
অনেক তর্ক-বিতর্কের পর মার্চ মাসে আচমকাই নিজেদের সম্পর্ককে পরিণতি দেওয়ার কথা ঘোষণা করেন রাজ-শুভশ্রী। আরবানায় একে অন্যের হাতে পরিয়ে দেন ভালবাসার আংটি। অতিথি অভ্যাগতরাও জানতেন না কী ঘোষণা হতে চলেছে। পার্টিতে গিয়েই আসল কথাটি সকলে জানতে পারেন। সকলের সামনে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন রাজ-শুভশ্রী। বাকি জীবনটা একসঙ্গে কাটাবার অঙ্গীকার খাতায়-কলমে করে ফেলেন।
এরপর ছিল কেবল অনুষ্ঠানের অপেক্ষা। তার জন্য দিন ধার্য হয়েছিল ১১ মে। নির্দিষ্ট দিনেই চার হাত এক হতে চলেছে পরিচালক-নায়িকা জুটির। শাস্ত্রমতে হবে শুভদৃষ্টি ও মালাবদল। ১৮ তারিখ ঘটা করে রিসেপশন হবে শুভশ্রীর হোমটাউন বর্ধমানে।
বাওয়ালি রাজবাড়িতে রাত পোহালেই বাজবে বিয়ের সানাই। কালই কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তারকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রেজিস্ট্রি ম্যারেজের পর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করছেন এই জুটি। ইতিমধ্যেই দুই পরিবারের আত্মীয়, বন্ধুরা পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার হল দুই তারকার আইবুড়োভাত।
বাওয়ালি রাজবাড়িতে বহু পদ রান্না করে রাজকে বেড়ে দিলেন আত্মীয়রা। অন্যদিকে রাজবাড়ির সামনে ফোটোশুট করলেন শুভশ্রী। আর এই সব মুহূর্তকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দম্পতির কাছের বন্ধু অভিনেত্রী অনিন্দিতা বসু।
বর্ধমানের মেয়ে শুভশ্রী। তার বিয়ের জন্য বর্ধমান থেকে এসেছেন পুরোহিত। এসেছে নানা রকম দানের সামগ্রী থেকে বিয়ের নানা উপকরণও।
গতকাল, বৃহস্পতিবার থেকেই বাজেপ্রতাপপুরের বাড়িটিকে আলো দিয়ে সাজানো হয়েছে। অষ্টমঙ্গলা করে নবদম্পতি কলকাতায় ফিরে আসার পর ওই আলো খুলে ফেলবে গঙ্গোপাধ্যায় পরিবার। মূল বিয়ের অনুষ্ঠানের আগে থাকছে সঙ্গীত এবং মেহেদির অনুষ্ঠান।