পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৭ মে ২০১৮

পাওয়ার ব্যাঙ্কস্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন ভাবতে পারে না আজকের প্রজন্ম ৷ সবাই এখন নিজের স্মার্টফোনে ব্যস্ত ৷ শপিং থেকে ডেটিং সব কিছুই স্মার্টফোনের এক ক্লিকে সম্ভব৷ আর তার জেরে চার্জও শেষ হয়ে যায় তাড়াতাড়ি ৷ তাই ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক এখন সকলের কাছে অত্যন্ত জরুরি ৷

ফোনের চার্জ ফুরিয়ে গেলে আর চিন্তা নেই ৷ পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে যে কোনও সময় চার্জ দিয়ে নিতে পারবেন আপনার ফোন ৷ পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এখন বাজারে তুঙ্গে ৷ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে নকলের থেকে সাবধান ৷ তাই কেনার আগে এই কয়েকটি বিষয়ে নজর রাখুন-

১। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে খেয়াল রাখবেন মোবাইল ফোনের ব্যাটারির থেকে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির ক্যাপাসিটি দ্বিগুণ ৷

২। পাওয়ার ব্যাঙ্কে USB চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা দেখে নিন ৷

৩। এলইডি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির লেবেল বোঝা যাবে ৷

৪। লিথিয়ম-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কই সব থেকে সেরা ৷

৫। কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ৷

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)