একই মঞ্চে বাপ্পি লাহিড়ী ও সাবিনা ইয়াসমিন।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

বাপ্পি লাহিড়ী ও সাবিনা ইয়াসমিন
অনলাইন ডেস্কঃ একই মঞ্চে উঠতে যাচ্ছেন উপমহাদেশের দুই খ্যাতনামা শিল্পী বাপ্পি লাহিড়ী ও সাবিনা ইয়াসমিন। আয়োজনটি হলো একটি কনসার্টকে ঘিরে।
কনসার্টে তাদের সঙ্গে থাকবেন দুই দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তারা হলেন- শান, অনুপম রায়, ঊর্বশী রাউতেলা। এছাড়াও থাকছে মাইলস ব্যান্ড ও মুম্বাইয়ের একটি ডান্স দল।

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ‘মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট-২০১৮’-এর আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। আর সে কারণেই এই তারকার এক মঞ্চে উঠছেন।

গতকাল (২৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর ঘোষণা দেয় (ক্র্যাব) ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
জানানো হয়, কনসার্টটি হবে আগামী ২৭ জুলাই ‘বসুন্ধরা এক্সপো জোন’- এ। বিশেষ কোনও পরিস্থিতি বা কারণ ছাড়া কনসার্টের তারিখ ও ভেন্যু অপরিবর্তিত থাকবে।

ক্র্যাব সদস্য ছাড়া অন্যরা নির্ধারিত টাকার বিনিময়ে টিকিট ক্রয় করে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। আয়োজনের পুরো বিষয়টি দেখভাল করবে অন্তর শোবিজ।
এ এম বি । পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)