ছেলেদেরও হতে পারে ব্রেস্ট ক্যানসারঃ জানুন কারণ ও লক্ষণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৭ এপ্রিল ২০১৮

ব্রেস্ট ক্যানসার
পুরুষ হোক বা মহিলা, ব্রেস্ট টিস্যু কিন্তু প্রত্যেকটি মানুষের শরীরেই রয়েছে। কিছু ব্রেস্ট-স্টিমুলেটিং হরমোনের কারণেই নারী শরীরে স্তন গঠিত হয়। কিন্তু পুরুষের শরীরে তেমন কোনও হরমোন যেহেতু সক্রিয় থাকে না তাই পুরুষ শরীরে ব্রেস্ট টিস্যুগুলি সমতল থাকে। তবে কোনও কোনও পুরুষের বক্ষদেশ অপেক্ষাকৃত স্ফীত হয়। সাধারণত এগুলি মেদজনিত কারণে হয়। আবার অনেক সময়ে কিছু বিশেষ মেডিসিন নেওয়ার ফলে হরমোন লেভেলটি অস্বাভাবিক বেড়ে যায়। তার ফলেও বক্ষস্ফীতি ঘটতে পারে। কিন্তু পুরুষ কিংবা মহিলা, উভয় দেহেই যেহেতু ব্রেস্ট টিস্যু রয়েছে, তাই ব্রেস্ট ক্যানসার যে কোনও দেহেই ঘটতে পারে।

সাধারণত পাঁচটি কারণে পুরুষ শরীরে এই ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে:

বার্ধক্য, ক্লিনেফেল্টার সিনড্রোম (শরীরে পুং হরমোনের চেয়ে স্ত্রী-হরমোনের আধিক্য), উচ্চ ইস্ট্রোজেন লেভেল, ব্রেস্ট ক্যানসারের পারিবারিক ইতিহাস বা জেনেটিক মিউটেশন এবং তেজস্ক্রিয় বিকিরণ।

ব্রেস্ট ক্যানসারের লক্ষণগুলি পুরুষ এবং মহিলাদের দেহে একই রকম। তাই মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যানসারের যে লক্ষণগুলি দেখা যায়, পুরুষের ক্ষেত্রেও তাই। পুরুষদের ব্রেস্ট ক্যানসার হওয়ার লক্ষণ:

* ইনভার্টেড নিপল বা স্তনবৃন্ত ভিতর দিকে ঢুকে যাওয়া

* ব্রেস্টে যে কোনও ধরনের লাম্প গঠন

* বগলে স্ফীত লিম্ফ নোড

* নিপল বা স্তনবৃন্তে ব্যথা

* স্তনবৃন্ত ও আরিওলা অংশে ব্যথা
———————————————————
উপকারি মনে হলে শেয়ার করবেন সবার সাথে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)