সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট বিজিবি অধিনস্থ চারাগাঁও বিজিবির একটি টহল দল।
আটকৃকৃত হলেন ভারতের শিলং জেলার রানীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজং এর ছেলে অর্জিত হাজং (৬০), একই বস্তির অর্জিত হাজং এর ছেলে দেব জনি হাজং (৪৫), নিখিল হাজং এর ছেলে রামলা হাজং (৫০), কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারতীয় ৪ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করেছে। ভারতীয় নাগরিক আটকের বিষয়ে বিএসএফর ব্যাটালিয়ন সিওকে বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় বিএসএস ১১৯৫ মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টের তারকাটার ভিতরে চেকপোস্ট নির্মাণ করার কথা বলে সলিম উদ্দিন (৩০) লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫), সচিন্ড দাস (৩৮) নামে ৪ বাংলাদেশি শ্রমিক নিয়ে যায়। চেকপোস্ট নির্মাণ করার এক পর্যায়ে ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে। আটকৃতদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও তাদের ফেরত দেয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ৪ ভারতীয় নাগরিকে অনুপ্রবেশের দায়ে বিজিবিও আটক করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ এপ্রিল