ধর্ষণের দায়ে ধর্মগুরুর যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:০০ এএম, ২৬ এপ্রিল ২০১৮

ধর্মগুরুভারতে কিশোরী ধর্ষণ মামলায় আদালত জনপ্রিয় ধর্মগুরু আশারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) যোধপুরের বিশেষ আদালত এ রায় দেয়।

এর আগে কিশোরী ধর্ষণের অভিযোগে আদালত বাপুকে (৭৭) দোষী সাব্যস্ত করে। পাঁচ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই ধর্মগুরুর বিরুদ্ধে।

আইনজীবী রাজেন্দ্র সিং আদালত প্রাঙ্গণে বলেন, আশারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া এক নারীসহ অপর দুইজনকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)