আজ ২৫/০৪/২০১৮, জেনে নিন আজকের সৌদি রিয়াল রেট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৩৬ এএম, ২৬ এপ্রিল ২০১৮

http://www.patharghatanews.com/cloud/archives/2018/04/reyals-pa-25042018-00023.jpg
আজ ২৫ এপ্রিল ২০১৮ ইং, প্রবাসী ভাইরা দেখে নিন আজকের সৌদি রিয়াল বিনিময় মূল্য। মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে।
আজ SAR (সৌদি রিয়াল রেট) ১ = ২২.৫৬৪৫৳ (তথ্যটি মানিগ্রাম ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে)

গতকাল ২৪ এপ্রিল ২০১৭ ইং, SAR (সৌদি রিয়াল রেট ছিল) ১ = ২২.৪৫৩২৳
প্রবাসী ভাইদের উদ্দেশে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন। সে ক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন।

বিকাশ এবং হুন্ডি এটা অবৈধ পন্থা এই পথে টাকা পাঠাবেন না। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে।

প্রতিদিন আপডেট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এক্টিভ থাকুন। যে যেখানে আছেন নিরাপদে থাকুন, আনন্দময় হোক আপনার সারাদিন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)