সত্যিই কি কালেমা খচিত ফুটবলে খেলা হবে ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

কলেমা খুচিত ফুটবল

 জুলাই মাসে রাশিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সব চাইতে বড় খেলার আসর ফুটবল বিশ্ব কাপ, এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ , ইতিমধ্যে সব ধরণের আনুষ্ঠানিকতা শেষ , ফুটবল বিশ্বকাপের অংশভূত সকল দেশের পতাকা খচিত ফুটবল তৈরি করা হয়েছে,  যেখানে লেখা আছে মুসলমানের প্রিয় বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ,  খ্রিষ্টানদের নতুন একটি চাল , সৌদীআরোবের পতাকা টা কালেমার তাই ওরা দেখলো মোসলমানের মুখের বানি কালেমাকে আমরা পায়ের নিচে রেখে দেবো তাই ওরা এই ফাদ পেতেছে,একজন মুসলিম হিসেবে কখনো মেনে নেওয়া যায় না, আমরা মোসলমান হিসাবে প্রতিবাদ জানাই এই ফুটবল যেনো মাঠে না নামানো হয়,

 
সবাই এই পোস্টটি শেয়ার করে প্রতিবাদ করুন
আর্টিকেলটি ইন্টারনেট থেকে সংগৃহিত, এই বিষয়টি কতটা সত্য তা জানি না, কিন্তু এইটা দেখা মাত্রই মনের ভিতর কিছু হয়ে উঠেছিল , তাই কপি পেস্ট করা হয়েছে,

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)