ভেরিফাইড হলো রোশানের FB পেজ
অনলাইন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রে তিনি রোশান নামেই পরিচিত। যদিও তার পুরো নাম জিয়াউল রোশান রিক্ত। চলচ্চিত্রে পা রাখার পরপরই তার অভিনীত ‘রক্ত’, ‘ধেৎতেরিকি’ এবং ‘ককপিট’ নামের তিনটি ছবি মুক্তি পেয়েছে। আর সম্প্রতি ভারতের হায়দরাবাদে ‘বেপরোয়া’ নামে নতুন একটি ছবির কাজ শেষ করলেন। বর্তমানে ছবিটি রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ নিয়ে ঢালিউডে বেশ সাড়ার মধ্যেই রয়েছে এ নায়ক।
এবার তিনি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সাড়া পেলেন। ভক্তদের তার সকল বিষয়ে আপডেট দিতে গড়ে তোলা ফেসবুক ফ্যান পেজটি আজ সোমবার দুপুরের পরপরই ফেসবুক থেকে স্বীকৃতি (ভ্যারিফাইড) পায়। ফলে তার স্বীকৃতিপ্রাপ্ত ফেসবুক পেজে নামের পাশে নীল রংয়ের একটি টিক চিহ্ন দেখাচ্ছে। নামের তিনটি ছবি মুক্তি পেয়েছে। আর সম্প্রতি ভারতের হায়দরাবাদে ‘বেপরোয়া’ নামে নতুন একটি ছবির কাজ শেষ করলেন। বর্তমানে ছবিটি রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ নিয়ে ঢালিউডে বেশ সাড়ার মধ্যেই রয়েছে এ নায়ক।
এবার তিনি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সাড়া পেলেন। ভক্তদের তার সকল বিষয়ে আপডেট দিতে গড়ে তোলা ফেসবুক ফ্যান পেজটি আজ সোমবার দুপুরের পরপরই ফেসবুক থেকে স্বীকৃতি (ভ্যারিফাইড) পায়। ফলে তার স্বীকৃতিপ্রাপ্ত ফেসবুক পেজে নামের পাশে নীল রংয়ের একটি টিক চিহ্ন দেখাচ্ছে।
এ এম বি । পাথরঘাটা নিউজ