সিনেমায় অভিনয়ের ইচ্ছেটা কমে গেছে :তানজিন তিশা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

তানজিন তিশা
ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিন তিশা। গানের ভিডিওর মডেল হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্র আর নাটকে নিয়মিত অভিনয় করছেন এই তারকা। মাঝে কণ্ঠশিল্পী হাবিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিশা।

তিশা বলেন, ‘স্থির চিত্রের মডেলিংয়ে কাজ করার পর একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এটি টিভিতে প্রচার হওয়ার পর দারুণ সাড়া পাই। তারপর থেকে একের পর এক কাজের প্রস্তাব আসতে থাকে। ভালো বিজ্ঞাপনের প্রস্তাব এলে এখনও কাজ করছি।’

নিজের প্রথম অভিনয়ের বিষয়টি নিয়ে বলেন, ‘২০১২ সালের শেষ দিকে রেদওয়ান রনির পরিচালনায় ‘ইউটার্ন’ নামের টেলিছবি দিয়ে অভিনয়ে আমার অভিষেক হয়। এরপর মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করে যাচ্ছি। এখন আমি অভিনয়কেই প্রাধান্য দিচ্ছি।’

সিনেমার কাজ নিয়ে তিশা বলেন, ‘সিনেমায় অভিনয়ের ইচ্ছেটা আগের থেকে কমে গেছে। এমনও সময় গেছে, আমি সিনেমায় সাইন করিনি কিংবা কোনো প্রডাকশন হাউসের সঙ্গে কথা বলিনি, তারপরও নিউজ হয়েছে আমি সিনেমায় কাজ করছি। এ ব্যাপারগুলো আমাকে বিব্রত করেছে।’

তিনি আরও বলেন, ‘তারপর একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে আমার কথা হয়। তবে এখন আমি সিনেমা নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত আমার অভিনয় নিয়ে। যদি কোনো ভালো গল্প আসে, যেটি ক্যারিয়ারে নতুন সংযোজন হবে তাহলে আমি সিনেমায় অভিনয় করব। সিনেমার জন্য অভিনয় নয়, অভিনয়ের জন্য সিনেমা করব।’

এদিকে তিশার প্রেম ও বিয়ে নিয়ে বেশ গুঞ্জন চলছে। বিয়ে নিয়ে তিশা বলেন, ‘আমি এটি নিয়ে কোনো কথাই বলব না। মানুষের কাজই তো কথা বলা, তাই তারা নানাভাবে আমার বিয়ের গুজব ছড়াচ্ছে। এটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে আমি যদি বিয়ে করি, তাহলে ধুমধাম করেই বিয়ে করব।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)