পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২ পত্রিকা সম্পাদককে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২ পত্রিকা সম্পাদককে লিগ্যাল নোটিশবাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা ‘কালের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’ সম্পাদককে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন’ এমন বক্তব্য দেয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে এবং তারেক রহমানের বক্তব্য না নিয়ে সে সংবাদ প্রকাশের জন্য দুই পত্রিকা ‘কালের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’ সম্পাদককে এই নোটিশ দেয়া হয়।

তারেক রহমানের পক্ষে বিএনপির আইন সম্পাদত ব্যরিষ্টার কায়সার কামাল বিবাদীদের ঠিকানায় রেজিস্টার ডাকযোগে আজ সোমবার এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন’ এমন বক্তব্যের সত্যতা আগামী ১০ দিনের মধ্যে প্রমান করতে শাহরিয়ার আলম ও দুই পত্রিকা সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় প্রকাশ্য ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে ফৌজদারী ও দেওয়ানী মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।।

এছাড়া তারেক রহমানের বক্তব্য না নিয়ে দুই পত্রিকায় সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতি বিরোধী বলেও নোটিশে বলা হয়।(সূত্রঃ নয়াদিগন্ত)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)