বরগুনায় শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ডিভাইস ও টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২০ এপ্রিল ২০১৮

শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ডিভাইস ও টাকাসহ ৩ জনকে  আটক
অনলাইন ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবরাহের ডিভাইস ও টাকাসহ বরগুনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মোসা. নাজমা বেগম, মোহাম্মদ শামসুদ্দিন এবং মোহাম্মদ আমানুল্লাহ। এদের মধ্যে শামসুদ্দিন এবং আমানুল্লাহ দুই ভাই। আর নাজমা বেগম তাদের অপর আরেক ভাইয়ের স্ত্রী।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বরগুনার পৌরসভার কলেজ ব্রাঞ্চ রোড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আজকের (শুক্রবার) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবরাহের তিনটি ডিভাইস ও দুই লাখ ১৮ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার কলেজ ব্রাঞ্চ রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসা থেকে তিনটি পরীক্ষার উত্তর সরবরাহের তিনটি ডিভাইস, একটি হেডফোন এবং নগদ দুই লাখ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ এম বি। পাথরঘাটা নিউজ
ভিডিও ,তে দেখুন এখানে ক্লিক করে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)