না ফেরার দেশে ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৭:৫৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

ফারজানা ববি
অনলাইন ডেস্কঃ বেদের মেয়ে জোসনা’ বাংলা চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। যেখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ববি। ১৩ এপ্রিল, শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি, ইন্নালিল্লাহি…রাজিউন।
তিনি জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রীও।

জানা যায়, আজ শনিবার দুপুরের পর আজিমপুর কবরস্থানে জানাজা শেষে ববির লাশ দাফন করা হয়। সে সময় চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ববি বাসায় রান্না করছিলেন। তখন হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ব্রেইন স্ট্রোকের পর তার মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ফারজানা ববি ‘বেদের মেয়ে জোসনা’ ও ‘পাগলী’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
এ এম বি। পি এন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)