ইউরোপে জান্নাতুল ফেরদৌস পিয়ার বিচরণ
অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। অভিনয় করেছেন দেশীয় নাটক ও চলচ্চিত্রে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মডেল হিসেবে বেশকিছু কাজ করেছেন তিনি। সম্প্রতি ইউরোপে তার ছুটে চলা। সেখানে বিখ্যাত ‘ড্যাঞ্জ’ কোম্পানির একটি ক্যালেন্ডার শুটের জন্য একটি গ্রুপ ফটোসেশন ও ভিডিওগ্রাফির জন্য যোগ দিয়েছেন পিয়া। এই ক্যালেন্ডারের জন্য মডেলদের শুট করা হচ্ছে হাঙ্গেরি, স্পেন ও ফ্রান্সে।
২৫ জনের মধ্য ১৩ জন মুম্বইয়ের, ১১ জন দিল্লির। আর বাকি একজন বাংলাদের মডেল-অভিনেত্রী পিয়া। এ প্রসঙ্গে মুঠোফোনে পিয়া বলেন, “আমি বর্তমানে হাঙ্গেরি আছি। সেখানে ফটোশুট শেষ করে যাব স্পেনে। এরপর ফ্রান্সে। এই তিনটি দেশে আমাদের ফটোশুট ও একটি ভিডিওগ্রাফি ক্যামেরাবন্দি হবে।”
তিনি আরো বলেন, ক্যালেন্ডারের প্রয়োজনে বিভিন্ন দেশে লোকেশন বাছাই করা হয়েছে। এই কাজ সম্পন্ন করে সেখান থেকে ২১শে এপ্রিল যুক্তরাষ্ট্রে যাবেন পিয়া। নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দেবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
উল্লেখ্য, র্যাম্প মডেল, অভিনেত্রী ও সফল উপস্থাপনায় দর্শক পিয়াকে দেখেছেন। বিশ্বব্যাপী শোবিজ তারকাদের কাছে কাক্সিক্ষত ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি।
এছাড়া রেদওয়ান রনির ‘চোরাবালি’, আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের ছবি দুটি মুক্তি পেয়েছে তার। এ ছাড়া ‘ছিটমহল’ নামে একটি ছবিতেও কাজ করেছেন তিনি। এ ছবির কাজও এরই মধ্যে শেষ হয়েছে। এখানে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান ও মৌসুমী হামিদ। এটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব।
এ এম বি। পি এন