মির্জা ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ইন্তেকাল করেছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২ টার দিকে বারডেম হাসপাতালে তিনি মারা যান।
ফখরুলের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুছ একথা জানান।
এর আগে গত ১ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় ইবরাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, ফাতিমা আমিন উত্তরায় ছেলের বাসায় অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
৮৬ বছর বয়সী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
ইবরাহিম কার্ডিয়াক হাসপাতালে অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। ফখরুলের বাবা মরহুম মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)