শেষ মুহূর্তের রোনালদোর গোলে সেমিতে রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বুধবার শেষ মুহূর্তে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে রক্ষা পেল রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ৩-০ গোলে ইউভেন্তুস এগিয়ে গেলেও অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সেমিফাইনাল নিশ্চত করল জিনেদিন জিদানের শীষ্যরা। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-১ গোলে জেতে ইউভেন্তুস। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় পরের ধাপে এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। শুরুর ধাক্কা কাটিয়ে গুছিয়ে ওঠা স্বাগতিকরা দশম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে। তবে গ্যারেথ বেলের ব্যাকহিল অল্পের জন্য লাগে পাশের জালে। তিন মিনিট পর দুরূহ কোণ থেকে জালে বল পাঠান ইসকো; কিন্তু অফসাইডের বাঁশি বাজে।
গতকাল রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ইউভেন্তুস। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পায় রোনালদোরা। শেষ আটের ফিরতি লেগে বুধবার দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নরা ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার পথে ছিল। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে শেষ চারের টিকেট পাইয়ে দেন রোনালদো। এই নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার চলতি আসরে রোনালদোর গোল হলো ১৫টি। টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল ১২০টি।
আগের রাতে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য কীর্তি গড়ে রোমা। নতুন ইতিহাস জন্ম দেওয়ার স্বপ্নে মাঠে নামা ইতালির আরেক দল ইউভেন্তুসও শুরুটা করে দারুণ। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় তারা। সামি খেদিরার ক্রস পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন মারিও মানজুকিচ। এই নিয়ে টানা আটবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠলো রেকর্ড ১২ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে ইউরোপ সেরার মঞ্চে গোল করার ধারাবাহিকতাও ধরে রাখলো তারা। এই নিয়ে টানা ২৫ ম্যাচে গোল করলো দলটি, এই সময়ে প্রতিপক্ষের জালে তারা বল পাঠিয়েছে ৬৫ বার!