অভিনেত্রী কবরী নিজ প্ল্যাটে লাঞ্ছনার শিকার
অনলাইন ডেস্কঃ নিজ ফ্ল্যাটে শারিরীকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। তাকে হত্যারও হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
কবরী জিডিতে উল্লেখ করেন, তিনি গুলশান-২ নম্বরের একটি পাঁচতলা ভবনে থাকেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই ভবনের দুটি ফ্ল্যাটের মালিকের কর্মচারীরা পাঁচ-ছয়জন বহিরাগত লোক নিয়ে ভবনের ভেতরে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় বহিরাগতরা বাড়িতে রং করবেন বলে জোর করে ভেতরে ঢোকেন। তাদের হাতে দড়ি ও বাঁশ ছিল। কেয়ারটেকার ঘটনাটি কবরীকে জানালে তিনি ও তার ছেলে বাড়ির নিচে নেমে ওই লোকদের কাছে জোর করে প্রবেশের কারণ জানতে চান। তখন তারা বাড়ি রং করার কথা বলেন।
তিনি তাদের জানান, বাড়িটি নিয়ে মামলা আছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাড়িতে রং করা যাবে না। একপর্যায়ে বহিরাগতরা কবরীর ওপর চড়াও হন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলার হুমকি দেন।
এ এম বি । পি এন