আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০০
আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, রাজধানীর বাইরে বুফারিক বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। খবর আলজাজিরা/বিবিসি
আলজেরিয়ার সরকারি রেডিও বুধবার জানায়, বিমান বিধ্বস্ত হওয়ায় এর অন্তত ১০০ যাত্রী নিহত হয়েছে। ইলিয়ুশিন ২-৭৬ বিমানটিতে সামরিক বাহিনীর অনেক সৈন্য ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্থানীয় একটি ওয়েবসাইটে বলা হয়, বিমানটি পশ্চিমাঞ্চলীয় আলজেরিয়ান নগরী বেচারের দিকে যাচ্ছিল।
আলজেরিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ২০০৩ সালে একটি বিমান বিধ্বস্ত হলে ১০২ জন নিহত হয়েছিল।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)