সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন শো

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ৮ এপ্রিল ২০১৮

ফাইল ছবিআগামী ১০ এপ্রিল থেকে সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। আয়োজনটি হবে রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ কার্লটনে।

চার দিনের ফ্যাশন শো’তে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও অংশ নেবেন। ‘আরব ফ্যাশন উইক রিয়াদ’ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালাক লায়লা ইসা আবুজায়েদ।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি পরে পিছিয়ে এপ্রিলে ঠিক করা হয়। মাত্র দুই বছর আগেও এমন আয়োজন কল্পনাও করা যেত না সৌদি আরবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)