ফরিদা আক্তার পপি”আজকের ববিতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:২৬ পিএম, ৬ এপ্রিল ২০১৮

---
অনলাইন ডেস্কঃ ববিতার পারিবারিক নাম ফরিদা আক্তার পপি। বড়বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ববিতা নামে  ১৯৬৮ সালে। তিনি সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ২৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। তার সাথে যৌথভাবে এ স্বীকৃতি পাচ্ছেন ‘মিয়াভাই’-খ্যাত ফারুক।

তিনি বলেন , ‘দর্শকদের জন্যই আমি আজ ববিতা। তাদের ভালোবাসার স্বীকৃতি আজ রাষ্ট্রও দিল। তাই বর্তমান সরকার ও জুরি বোর্ডের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।

পুরস্কার প্রাপ্তির খবর কার কাছ থেকে পেয়েছেন ? খবরটি আমাকে চলচ্চিত্রের মানুষরা ও কাছের সাংবাদিকরা ফোন করে জানিয়েছেন।

এটা তো অনেক বড় পুরস্কার। সারাজীবনে এ দেশের চলচ্চিত্রকে ভালোবেসে যতটুকু দিয়েছি, তার স্বীকৃতি পেলাম। আমি খুবই খুশি— ভাষায় প্রকাশ করতে পারব না। আমার জীবনে পূর্ণতার সুখ পেতে যাচ্ছি’, বললেন ববিতা।

তবে তার সাথে পুরস্কার ভাগাভাগি নিয়ে ফারুকের ক্ষোভের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন ববিতা। এছাড়া ১৯৮৬ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং ২০০৩ ও ২০১৩ সালে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

এ এম বি।  পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)