আইসিসির শীর্ষ ১০ বোলারের তালিকায় জায়গা পেল যে টাইগার
অনলাইন ডেস্কঃ প্রকাশিত হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-২০ প্লেয়ার র্যাঙ্কিং। যেখানে বোলিংয়ে শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছেন আফগানিস্তানের বিস্ময় বালক রশিদ খান। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে ১২৫ রেটিং পয়েন্ট সংগ্রহ করে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং দুই নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান
শীর্ষে থাকা রশিদ খানের সাথে তার রেটিং ব্যবধান ২৬- মজার ব্যাপার হলো আইসিসির বর্তমান টি-২০ বোলিং
র্যাঙ্কিংয়ের সেরা সাত জনই স্পিনার। শুধু তাই নয় সাত জনের
ছয় জন লেগ স্পিনার। পেসারদের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাদেশি কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজের অবস্থান আট নম্বরে। সেরা দশে মাত্র ২ জন পেস বোলার। অন্যজন আরব আমিরাতের পেসার মোহাম্মদ নাভেদ। ৬২৬ রেটিং নিয়ে তিনি আছেন দশ নম্বরে।
উল্লেখ্য, এগারো ও বারো নম্বরে আছে যথারীতি বুমরাহ ও মোহাম্মদ আমির। আমিরের সাথে যৌথভাবে বারো নম্বরে আছেন সাকিব আল হাসান
এ এম বি । পাথরঘাটা নিউজ