রণবীর ফেরদৌসকে অনুকরণ করলেন?
রণবীর সিংয়ের পোশাকের আদলেই পোশাক দেখা যায় ফেরদৌসের গায়ে। পোশাকের ভিন্নতায় প্রায়ই সবাইকে চমকে দেন বলিউড তারকা রণবীর সিং। বিভিন্ন অনুষ্ঠানে অদ্ভুত ডিজাইনের সব পোশাক গায়ে উপস্থিত হন ৩২ বছর বয়সী এই অভিনেতা।
চলতি বছরের ২০ জানুয়ারি ৬৩ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও এর ব্যতিক্রম ঘটেনি। নিতাশা গৌরবের ডিজাইন করা একটি স্যুট পরে সবাইকে তাক লাগিয়ে দেন ‘পদ্মাবত’খ্যাত এই বলিউড তারকা। বলিউডের বেশকিছু জনপ্রিয় সিনেমার পোস্টার প্রিন্ট করে তা তৈরি করা হয়েছিলো। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়।
এবার রণবীরের মতোই সিনেমার পোস্টার প্রিন্ট করা পোশাক গায়ে সবার নজরে এলেন বাংলাদেশি তারকারা। গত ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে রণবীরের সেই পোশাকের আদলে তৈরি পোশাক গায়ে হাজির হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, ইমন, জায়েদ খানসহ বেশ কয়েকজন। রণবীর সিংয়ের পোশাকের আদলেই পোশাক দেখা যায় ফেরদৌস-ইমনের গায়ে অনুষ্ঠানটির ফ্যাশন শোতে এমন পোশাক পরে সবাই অংশ নেন। তাদের পোশাক বাংলাদেশের জনপ্রিয় বেশকিছু সিনেমার পোস্টার প্রিন্ট করা ছিলো। পোশাকগুলো ডিজাইন করে বাংলাদেশি একটি ফ্যাশন হাউজ।
রণবীরের মতো দেশি তারকাদের গায়েও এমন পোশাক দেখে অনেকে প্রশ্ন তোলেন, ‘কে কাকে অনুকরণ করলেন?
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ এপ্রিল