গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রী তানহা মৌমাছি আহত
তানহা মৌমাছি বনানীর কাছে এই দুর্ঘটনা ঘটে। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তানহা মৌমাছি সোশ্যাল মিডিয়া ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আল্লাহ আমায় নিজের হাতে রক্ষা করেছেন। দুর্ঘটনা ছোট ছিল কিন্তু ভয় পেয়েছি অনেক বেশি।
তানহা বলেন, রাত আনুমানিক ১২ টার বাইক আরোহী দুই ছেলে মেয়েকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। বনানী সিগন্যাল পার হয়ে আমি বেশ গতিতে গাড়ি চালাচ্ছিলাম। সিগন্যালে ট্র্যাফিক পুলিশ না থাকায় এলোমেলোভাবে গাড়ি গুলো বেরিয়ে যাচ্ছিল। এমন সময় গাড়ির সামনে এসে পড়ে ওই বাইক চালক ও আরোহী। সজোরে ব্রেক কষায় আমি মাথায় প্রচণ্ডভাবে আঘাত পাই, আমার মাথা ফেটে যায়।
জানা গেছে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
উল্লেখ্য, তানহা ঢাকাই চলচ্চিত্রের একজন উঠতি অভিনেত্রী। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শাকিব খানের বিপরীতে ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়েছে কি না জানা যায়নি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ এপ্রিল