বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলা বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২২ পিএম, ৩১ মার্চ ২০১৮

ফাইল ছবিআগামী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল চট্রগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ী দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আজ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।(সূত্রঃ বাসস)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)