নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপেরর কারণে দেশের ১৮ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।
আজ শনিবার (৩১ মার্চ) দুপুর ১টা পর্যন্ত হুঁশিয়ারি সংকেত বহাল থাকবে বলে আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বার্তায় জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজর এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।(বিডি-প্রতিদিন)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ মার্চ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)