এই প্রথম জাকিয়া বারী মম গানের মডেল হলেন
অনলাইন ডেস্কঃ সংগীত শিল্পী মিনার। একে একে অসংখ্য জনপ্রিয় মিউজিক ভিডিও উপহার দিচ্ছেন বর্তমান প্রজন্মকে। এ তারকার গানে অনেক পরিচিত মুখকেই মডেল হতে দেখা গেছে। এবার দেখা যাবে হালের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমকে। প্রথমবারের মতো মিনারের গানের মডেল হলেন এই নায়িকা।
‘বাড়াবাড়ি’ শিরোনামের এ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনায় মিনার নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এতে মম-এর সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার রাজদীপ গুপ্ত। রোববার গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গানটি প্রসঙ্গে মম বলেন, এই গান ও ভিডিওর গল্পটি আমার খুবই ভালো লেগেছে। তাই কাজটি করেছি। শুটিংয়ের অভিজ্ঞতাও দুর্দান্ত। কাজটি সবাই গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।
মিনার বলেন, আমার অনেক প্রিয় একটি গান ‘বাড়াবাড়ি’। মম খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছেন।
এ এম বি। পাথরঘাটা নিউজ