শুটিংয়ে ফিরলেন ঊর্মিলা শ্রাবন্তী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২৯ মার্চ ২০১৮

ঊর্মিলা শ্রাবন্তী
অনলাইন ডেস্কঃ অসুস্থতা সত্ত্বেও শুটিংয়ে ফিরতে হয়েছে ঊর্মিলা শ্রাবন্তী করকে। কিডনিজনিত সমস্যার কারণে পরপর দুটি অস্ত্রোপচার করা হয়েছিল তার শরীরে। এখনও সেই ক্ষতও শুকায়নি ভালো করে। ডাক্তারের পরামর্শ ছিল এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কিন্তু এরমধ্যেই তিনি শুরু করলেন শুটিং।
এ প্রসঙ্গে ঊর্মিলা জানান, সহশিল্পীর সিডিউল কোনোভাবে পরিবর্তনের উপায় না থাকায় অনেকটা বাধ্য হয়েই একটি নাটকের শুটিং করতে হয়েছে তাকে। এ নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো। বাধ্য হয়ে একটি নাটকে শুটিং করলেও নিজের বিশ্রামকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এ অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি। আবার চলতি সপ্তাহেই গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি পহেলা বৈশাখের নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘ডাক্তারের নির্দেশ আছে বিশ্রামে থাকার। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে কিছু কাজ কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। তাই অনেকটা বাধ্য হয়েই আমাকে শুটিং করতে হয়েছে। তাছাড়া আমি চাই না আমার জন্য কারও কোনো ক্ষতি হোক।’
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)