শাকিব সফল ও দূরদর্শী : জয়া আহসান
অনলাইন ডেস্কঃ শাকিব খানকে ‘সফল, হিসেবি এবং দূরদর্শী’ বললেন জয়া আহসান। ঢালিউড সুপারস্টারের জন্মদিনে ফেসবুক স্ট্যাটাসে এমনটি বললেন ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা।জয়া লেখেন, ‘আজ জন্মদিন এমন একজন মানুষের যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সফল, হিসেবি এবং দূরদর্শী নায়ক যাকে ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ভাবাই যায় না। নিজের অভিনয় গুণে যিনি নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়, সেই শাকিব খানের। আমার তরফ থেকে শাকিবকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।’
সাম্প্রতিক কয়েক বছরে ঢাকার পাশাপাশি কলকাতায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন জয়া। হাতে আছে নামি-দামি নির্মাতাদের একাধিক সিনেমা। জিতে নিয়েছেন উল্লেখযোগ্য কিছু পুরস্কার। শাকিবও ইদানিং সিনেমার জন্য কলকাতা যাচ্ছেন কিছুদিন পরপরই। কলকাতার লগ্নিতে নির্মিত কিছু সিনেমার নায়ক তিনি।
পর্দা জুটি হিসেবেও শাকিব-জয়া বেশ জনপ্রিয়। তাদের দেখা গেছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ শিরোনামের দুটি হিট সিনেমায়।
এ এম বি / পাথরঘাটা নিউজ