প্রেমের টানে ফিলিপাইনের তরুণী বাংলাদেশে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৮ মার্চ ২০১৮

ফিলিপাইনের তরুনী তোফাইয়া ইয়াসমিনপ্রেমের টানে নিজ দেশের গণ্ডি পেরিয়ে সুদুর ফিলিপাইন থেকে আকস্মিকভাবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রেমিকের বাড়িতে ছুটে আসেন তোফাইয়া ইয়াসমিন নামে এক তরুণী।

বুধবার (২৮ মার্চ) বিকালে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামে প্রেমিক রুবেল আহমেদের বাড়িতে বিদেশি ওই তরুণীকে দেখতে শতশত মানুষ ভিড় জমায়। সোমবার (২৬ মার্চ) প্রেমিক রুবেলের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী।

রুবেল আহমেদ বলেন, গত ১০ বছর ধরে সিঙ্গাপুরে থাকার বদৌলতে একটি গ্লাস কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় ফিলিপাইনের ফারান্দ ইসলামের মেয়ে ইয়াসমিনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই হয় পরিণয়।

৫ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলাকালীন অবস্থায় সম্প্রতি ছুটিতে বাংলাদেশে আসেন রুবেল। দীর্ঘ পাঁচ মাস ধরে তাদের মধ্যে দেখা না হওয়ায় প্রেমের টানে ইয়াসমিন বাংলাদেশে চলে আসেন।

‘সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজন জানার পর স্বীকৃতি দেয়। রোববার (২৫ মার্চ) ইয়াসমিন বাংলাদেশে আসলে ওইদিনই ঢাকায় একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করি’ বলেন প্রেমিক রুবেল আহমেদ।

রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি একজন কৃষক। ছেলের ভালোই আমার ভালো। তারা যেহেতু একজন আর একজনকে পছন্দ করে, তাই এ সম্পর্ক মেনে নিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে দিয়েছি। বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমেই এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের বৌ-ভাত খাওয়ানো হয়েছে। ছেলে-ছেলের বউয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

রুবেলের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক জানান, রুবেল ও ইয়াসমিনের বিয়ের পর বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়েছে। এক সপ্তাহ পর নতুন এই দম্পতি আবারও সিঙ্গাপুরে কর্মস্থলে ফিরে যাবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াত রুহানী এবং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।(সূত্রঃ বাংলানিউজ২৪.কম)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)