স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওমরাহ শেষে দেশে ফিরেছেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৭ মার্চ ২০১৮

ড. শিরীন শারমিন চৌধুরী/ফাইল ছবিঅনলাইন ডেস্কঃ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন। তিনি গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় সৌদি আরব থেকে সপরিবারে ঢাকায় পৌঁছান।

তিনি সৌদি আরবে সফরকালে পবিত্র ওমরাহ পালন ও মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

স্পিকারকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)