হিন্দুত্ববাদী দলের অস্ত্রমিছিল-সংঘর্ষে মুসলিম নিহত
অনলাইন ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গে পুরুলিয়ায় হিন্দুত্ববাদী বজরং দলের পক্ষ থেকে ধারালো অস্ত্রসহ মিছিল করা হয়।
রবিবারের ওই মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে শেখ শাজাহান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় কদম আলী নামে স্থানীয় এক বাসিন্দা ও পুলিশের ডিএসপি সুব্রত পালসহ তিন পুলিশ আহত হন।
জানা গেছে, রবিবার হিন্দুত্ববাদী বজরং দলের পক্ষ থেকে ধারালো অস্ত্রসহ মিছিলকে কেন্দ্র করে পুরুলিয়া জেলার বেলদি ভুরসা গ্রামে স্থানীয় বাসিন্দা ও বজরং দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। একটি দোকান ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুলিশ বাহিনী সংঘর্ষ থামাতে গেলে তারাও আক্রান্ত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।
এ বিষয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান জানান, ধর্মীয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হলেও রামনবমির উৎসব পালন করতে গিয়ে পুরুলিয়া জেলার শেখ শাজাহান নামে একজনকে হত্যা করা হয়েছে। আরো একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। রামনবমি ধর্মীয় অনুষ্ঠান হলেও যেভাবে বজরং দল, বিজেপি, আরএসএস এবং সঙ্ঘ পরিবারের মদদপুষ্ট সংগঠনগুলো অস্ত্রের মহড়া দেয়। এতে সংখ্যালঘু এবং সাধারণ মানুষেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। সূত্র: জি-নিউজ
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ মার্চ