পাথরঘাটায় শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা
বরগুনার পাথরঘাটায় শতবর্ষী ওপেন্দ্রনাথ হালদার নামে এক বৃদ্ধ বাড়ির পিছনে কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে দশটার দিকে উওর হোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ওপেন্দ্রনাথ হালদার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের উওর হোগলাপাশা পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত জজ্ঞেসার হালদারের ছেলে।
ওপেন্দ্রনাথ হালদারের ছেলে দিলিপ হাওলাদার জানান গত কয়েক বছর ধরে তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি কয়েকবার দড়ি নিয়ে বাগানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার পাথরঘাটা নিউজকে জানান, লাশের সুরতহাল করা হয়েছে। উক্ত ব্যাক্তি বয়স্ক হওয়ায় মানসিক ভারসম্যহিন ছিল। স্থানীয়দের তথ্য মতে প্রায়ই নগ্ন অবস্থায় চলাফেরা করতো। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারিক ভাবে সৎকার করা হয়েছে।