পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে মারিয়া (০৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
আজ বুধবার দুপুর ১টার দিকে চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত্যু মারিয়া একই গ্রামের মো. সিদ্দিক মাতুব্বরের মেয়ে।
পারিবার সূত্রে জানাযায়, মারিয়া বাড়ির পিছনে একা-একা খেলতে ছিলো। হঠাৎ মারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পুকুরে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এখানে নিয়ে আসার অনেক আগেই মারিয়ার মৃত্যু হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)