পাথরঘাটায় অগ্রগামী ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পাথরঘাটায় অগ্রগামী ফাউন্ডেশনের ইফতার বিতরণবরগুনার পাথরঘাটায় অগ্রগামী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে সাড়ে পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলা বিভিন্ন এলাকার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে অগ্রগামী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
এসময় উপস্থিত ছিলেন অগ্রগামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক গোলাম রাব্বি খান , ফাউন্ডেশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম, রাজিব খান, এরিক হোসেন,ফারদিন।
অগ্রগামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বি খান জানান, পবিত্র মাহে রমজান মাসে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করতে পেরে সত্যিই ভালো লাগছে। বিপদগ্রস্ত প্রত্যেকটা ব্যক্তিই অসহায়, অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই মানব সেবার ব্রত নিয়ে মানবতার পথে আমাদের এই অগ্রযাত্রা। অগ্রগামী ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।