এখন কিছু করছি না: মৌসুমী হামিদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৬ মার্চ ২০১৮

মৌসুমী হামিদ
অনলাইন ডেস্কঃ টিভি নাটকের জনপ্রিয় মুখ মৌসুমী হামিদ। অভিনয় জগতে পা রাখার পর থেকেই একাধিক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। শুধু তাই নয় মাঝে মাঝে সিনেমার আইটেম গানেও দেখা যায় এ অভিনেত্রীকে। ব্যতিক্রমী গল্প এবং চরিত্র পেলে একটু বেশিই মনোযোগ দিয়ে কাজ করেন।

ধারাবাহিক, একক নাটক কিংবা রোমান্টিক ঘরানার নাটকগুলোতেই বেশি অভিনয় করেছেন। বর্তমান সময়ে একক নাটকের পাশাপাশি সিরিয়াল নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে ‘লাইফ ইন এ মেট্রো’ আর ‘যখন কখনো’ সিরিয়াল নিয়ে ব্যস্ত মৌসুমী।

একাধিক সিরিয়ালে কাজ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আগে রেন্ডমলি সিরিয়ালে কাজ করতাম। এখন আর রেন্ডমলি কিছু করছি না। গল্প আর ক্যারেক্টার পছন্দ হলেই কাজ করছি।

এদিকে আগামীকাল (২৭ মার্চ) রাজধানীর উত্তরায় একটি সিঙ্গেল নাটকের শুটিংয়ে অংশ নেবেন। মৌসুমী জানালেন, ঈদের নাটকের কাজও ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তিনি।
এ এম বি পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)