বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেরা একাদশ গেইলকে ছাড়াই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৬ মার্চ ২০১৮

গেইল
অনলাইন ডেস্কঃ আইসিসি কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ফলে পূর্বের ৮ দলের সঙ্গে যুক্ত হল আরো দুটি দল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের কঠিন পরীক্ষায় গেইল-রশিদরা উত্তীর্ণ হলেও কপাল পুড়েছে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মতো দলের।

হার জিতের খেলায় সেই আর যাই হোক রোববার (২৫ মার্চ) বিশ্বকাপের টিকিট পাওয়া দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা নামে বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টের। যাতে অপেক্ষাকৃত দূর্বল আফগানদের কাছে বড় ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ।

খাতা কলমে বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্ট শেষ হয়েছে বৈকি? তবে তার রেষ এখনো ক্রিকেট পাড়ায় বিরাজমান। তাই তো টুর্নামেন্ট শেষে সেরা একাদশ গঠন করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। গো নিউজের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

ওয়েবসাইটটি তাদের নির্বাচিত সেরা একাদশে অধিনায়কের তালিকায় রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা জেসন হোল্ডারকে। বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে ১৫টি উইকেট শিকার ছাড়াও ২১৯ রান সংগ্রহ করেছেন জেসন। বিশ্বকাপ কোয়ালিফায়ারে যোগ্য নেতৃত্বের কারণে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

এদিকে হোল্ডারের টিমম্যাট ইভিন লুইস ৩১৬ রান সংগ্রহ করেছে। তাই তাকেও রাখা হয়েছে একাদশে। এছাড়া একাদশে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান কাইল কোয়েটজার ২৭৬ রান তুলেছেন।

দুঃখজনক ব্যাপার হল, বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও জিম্বাবুয়ের হয়ে ৪৫৭ রান তুলেছেন ব্রেন্ডন টেইলর। আর সে জন্য সেরা একাদশে তিনে স্থান পেয়েছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রহ করা ছাড়াও ১০টি ডিসমিসাল আদায় করে নিয়েছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেইলর ছাড়াও জিম্বাবুয়ের আরেক অলরাউন্ডার সিকান্দার রাজা স্থান পেয়েছেন একাদশটিতে। পাওয়ারই কথা, কারণ ৩১৯ রান তোলা ছাড়াও ১৫টি উইকেট তুলেছেন তরুণ অলরাউন্ডার। ছয় নম্বর পজিশন দেয়া হয়েছে তাকে।

ক্রিকবাজের সেরা একাদশে আফগানিস্তানের হয়ে মোটে তিনজন সুযোগ পেয়েছেন। ২৫৪ রান তোলা নাজিবুল্লাহ জাদরানকে দেয়া হয়েছে লোয়ার অর্ডারে। অন্যদিকে ১৭ উইকেট অর্জনকারী মুজিব উর রহমানকে রাখা হয়েছে বোলিং সেক্টরে। তবে লক্ষণীয় যে, আফগানিস্তানের তথা বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ খানকে ১২ নম্বর পজিশনে রাখা হয়েছে। যা দৃষ্টিকটুও বটে।

দেখে নিন একাদশ: ইভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), কাইল কোয়েটজার (স্কটল্যান্ড), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে), মারলন স্যামুয়েলস (উইন্ডিজ), মোহাম্মদ নবী (আফগানিস্তান), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) (অধিনায়ক), সাফায়েন শরীফ (স্কটল্যান্ড), বয়েড রানকিন (আয়ারল্যান্ড), মুজিব রহমান (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান) (১৩তম)।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)