শোক সংবাদ আফরোজা বন্যা
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল জব্বার আকন ও পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুল হকের নাতি ও সাবেক চেয়ারম্যান আকন মোহাম্মদ শহীদের বড় মেয়ে আফরোজা বন্যা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বন্যার দাদা পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, গত চার পাঁচ দিন ধরে বন্যার প্রেসার উঠা নামা করছিল এবং প্রচন্ড মাথা ব্যাথা ছিল। বুধবার সকালে বেশি অসুস্থ হয়ে পরলে ঢাকা গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আইসিইউ নেয়া হয়। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে চিকিৎসাক মৃত্যু ঘোষণা করে।
গ্রীনলাইফ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, বন্যা ব্রেইন স্টোক করে এখানে চিকিৎসা নিতে আসে। তার ব্রেইনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
বন্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভিন, স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের সম্পাদক কাজী রাকিব বিন তোহা।