বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে সদ্য সাবেক সভাপতি সেক্রেটারির স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
২০১৫ সালে প্রধান উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ আবু জাফর মিয়া স্যারের তত্ত্বাবধানে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম সংগঠক বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহজালাল ইয়ামিনের হাত ধরে গৌরবের সাথে এগিয়ে আসা বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় কে গতিশীল রাখতে ৪র্থ বারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি তাজিম মাহমুদ, সমাজবিজ্ঞান বিভাগ (২০১৫-১৬) এবং সাধারণ সম্পাদক মীর সৈকত,ম্যানেজমেন্ট বিভাগ (২০১৬-১৭)। সিনিয়র সহ সভাপতি কানিজ ফাতিমা মারজান সহ (২০১৫-১৬) ৩১ সদস্যকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।