পাথরঘাটায় নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীরকে সংবর্ধণা
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেনকে সংবর্ধণা দেয়া হয়েছে।
আজ বোববার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজিরখালের আমড়াতলা এলাকার আব্দুল মান্নান চাপরাশীর বাড়িতে স্থানীয় ইউপিসদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির মোল্লা, সাধারন সম্পাদক কামাল গাজী, বরগুনা জেলা ট্রলার মাজি সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক দুলাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম দুলাল, সংরক্ষিত নারী ইউপি সদস্য জয়নব বেগম, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন নাহিদ, সাধারন সম্পাদক এএসএম জসিম, সাংবাদিক শাকিল আহমেদসহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।
চেয়ারম্যান আলমগীর হোসেনকে সংবর্ধণা শেষে ওই এলাকার বিভিন্ন সড়ক গুলো গুড়ে গুড়ে দেখে সাধারন মানুষের সাথে কথা বলে সুখ-দু:খের খবর নেন। এসময় মানুষের চলাচলের রাস্তাঘাট ও যুকিপূর্ণ সেতু দেখে দু:খ প্রকাশ করেন এবং সামনে সড়ক ও সেতুগুলো মেরামত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসেন।