পাথরঘাটায় চৌকি আদালত কমিটির মতবিনিময় সভা
বরগুনার পাথরঘাটায় চৌকি আদালত বিশেষ কমিটি ও উপজেলা লিগাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা বারোটায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিক, লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, বার সভাপতি জনাব জহিরুল হক নান্না, সাধারণ সম্পাদক জাবির হোসেন প্রমুখ।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)