পাথরঘাটায় পরাটা ,ছামুচা, সিংয়াড়ার দাম বৃদ্ধি
বরগুনার পাথরঘাটায় বেশ কিছু দোকানে হঠাৎ করেই বৃদ্ধি পাচ্ছে পরাটা, ছামুচা সিংয়াড়ার দাম।
বেশ কিছুদিন ধরে কিছু কিছু দোকানদাররা হঠাৎ করেই পারাটা,ছামুচা ,সিংয়াড়ার দাম ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছে।এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দোকানদাররা বলেন ,আটা,ময়দা, তেলের দাম বাড়ানোর কারনে পরাটা,ছামুচা,সিংয়াড়ার দাম বাড়ানো হয়েছে ।মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনেই এই দাম বেড়েছে বলে জানিয়েছেন।
ক্রেতারা বলেন , এগুলো দোকানদারদের সিন্ডিকেড।তারা দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলে সব কিছুর দাম বাড়ায় ।তবে দাম কমলে কি তখন কমাবে ।তারা আরো বলেন এগুলো তাদের চালাকি।আমরা চাই পূর্বের দামেই যেন বিক্রি করা হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)