পাথরঘাটা স্টেডিয়ামে লকডাউনে বন্দ হওয়া ফুটবল খেলা শুরু বৃহস্পতিবার
করোনা মহামারীতে সরকারী নির্দেশনা দেয়া লকডাউনের কারনে বরগুনার পথরঘাটায় স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পাথরঘাটা প্রিমিয়ারলীগ-২০২১ সিজন-৫ ফুটবল টুর্নামেন্ট আগামী কাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে আবারো শুরু হবে।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) খেলা কমিটির আহবায়ক এম রাকিব খান পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রথম রাউন্ডের খেলা গত ১৬ জুন শুরু হয়ে শেষ হওয়ার আগেই করোনা মহামারীর জন্য লকডাউনের কারনে বন্দ ঘোষণা করা হয়েছিল। এ খেলাটি শেষ হলেই আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে কোয়াটার ফাইনাল শুরু হবে।
রাকিব খান জানান, দেশে করোনার মহামারী হঠাৎ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা হয় সেই সাথে আমরাও খেলা বন্দ করে দেই। বর্তমান সময়ে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আবারো আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু করতে চাই। পাথরঘাটা স্টেডিয়ামে আমাদের খেলা খেলা দেখার জন্য সকল ক্রীড়া প্রেমী বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি। তিনি পরবর্তী খেলা গুলো উঠিয়ে নেয়ার জন্য সকলের জন্য সহযোগীতা কামনা করেছেন।