পাথরঘাটার সুশান্ত এখন বেলাল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৪ জুন ২০২১

পাথরঘাটার সুশান্ত এখন বেলাল

জন্ম থেকে হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকলেও ৩০ বছর বয়সে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বরগুনার পাথরঘাটায় উপজেলার চরদোয়ানী ইউনিয়নের আমড়াতলা গ্রামের সধানন্দ কুলুর ছেলে বেলাল।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে এ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল ও এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগের উপস্থিতিতে কলেমা পড়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এইচএম গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন বেলালের উকিল বাবা আব্দুল কুদ্দুস হাওলাদার, স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের সম্পাদক আকন মোহাম্মদ বশির, সাংবাদিক কাজী রাকিব প্রমুখ।

ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে বেলালের নাম ছিল সুশান্ত কুলু। বেলাল জানান, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েই নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আইনি প্রক্রিয়া শেষ করে দুজন উকিলের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

ইসলাম ধর্মের সকল বিষয়গুলো যেন মেনে চলতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)